কটাক্ষের শিকার অনন্যা

সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় অভিনেত্রী অনন্যা গুহ। তার প্রাক্-বিয়ের আনন্দমুখর ছবিগুলো এখন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। কখনো আইবুড়ো ভাতের রীতি মেনে হাস্যমুখে পোজ, কখনো আবার বিলাসবহুল বিদেশি কায়দার ব্যাচেলরেট—সবকিছুই যেন অনলাইন মহলে আগুনে ঘি ঢালার কাজ করেছে। কিন্তু এই রঙিন উদ্‌যাপনের আড়ালেই ভেসে উঠেছে ধারালো প্রশ্ন ‘এ যুগে মাত্র ২১ বছরেই কেন বিয়ে?’ সমালোচনার তীর যেন চারদিক থেকে এসে বিদ্ধ করছে অভিনেত্রী অনন্যাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের কেনাকাটা এরই মধ্যে শুরু করেছেন অভিনেত্রী। ইউটিউব, ফেসবুক ভ্লগের দৌলতে প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাত্রও সকলের চেনা। বিয়ের গহনা কেনা থেকে বাকি কেনাকাটার ভিডিও শেয়ার করেছেন অনন্যা। আর তাতেই বিরক্ত দর্শক। অনেকে লিখেছেন, ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা।‘ এ বিষয়ে অনন্যা বলেন, ‘সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এ মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তারা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা ক

কটাক্ষের শিকার অনন্যা
সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় অভিনেত্রী অনন্যা গুহ। তার প্রাক্-বিয়ের আনন্দমুখর ছবিগুলো এখন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। কখনো আইবুড়ো ভাতের রীতি মেনে হাস্যমুখে পোজ, কখনো আবার বিলাসবহুল বিদেশি কায়দার ব্যাচেলরেট—সবকিছুই যেন অনলাইন মহলে আগুনে ঘি ঢালার কাজ করেছে। কিন্তু এই রঙিন উদ্‌যাপনের আড়ালেই ভেসে উঠেছে ধারালো প্রশ্ন ‘এ যুগে মাত্র ২১ বছরেই কেন বিয়ে?’ সমালোচনার তীর যেন চারদিক থেকে এসে বিদ্ধ করছে অভিনেত্রী অনন্যাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের কেনাকাটা এরই মধ্যে শুরু করেছেন অভিনেত্রী। ইউটিউব, ফেসবুক ভ্লগের দৌলতে প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাত্রও সকলের চেনা। বিয়ের গহনা কেনা থেকে বাকি কেনাকাটার ভিডিও শেয়ার করেছেন অনন্যা। আর তাতেই বিরক্ত দর্শক। অনেকে লিখেছেন, ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা।‘ এ বিষয়ে অনন্যা বলেন, ‘সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এ মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তারা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা করা।‘ প্রসঙ্গত, অনেক ছোটবেলা থেকে অভিনয় করেন অনন্যা। দায়িত্ব নেওয়ার অভ্যাস সেই ছোটবেলায়। তাই কম বয়সে বিয়ে করা নিয়ে যারা কটাক্ষ করছেন তাদের জন্য অনন্যার ভাষায়, ‘আমি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নই।‘ জানা যায়,  ২০২৬ সালে মার্চ মাসে বিয়ে অনন্যার। শিগগির শুরু করবেন নতুন ধারাবাহিকের শুটিং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow