বলিউড সুপার স্টার অক্ষয় কুমার তার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন। মুম্বাইয়ের ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পে সমুদ্রমুখী এ বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি রুপিতে বিক্রি করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকারও বেশি।
জানা গেছে, ৬৮৩০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পের ৩৯ তলায় অবস্থিত, যা ওরলির একটি বিলাসবহুল আবাসিক টাওয়ার এবং এতে চারটি পার্কিং স্লট অন্তর্ভুক্ত। ওবেরয় রিয়েলটির বিলাসবহুল আবাসিক প্রকল্পে দুটি টাওয়ার রয়েছে এবং এতে ৪ বিএইচকে এবং ৫ বিএইচকে ইউনিট অন্তর্ভুক্ত। এছাড়াও ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এবং পেন্টহাউস রয়েছে। প্রকল্পটি ২০২২ সালে দখলপত্র পেয়েছে। দারুণ সমুদ্রদৃশ্য প্রকল্পটির উচ্চতা ৩৬০ মিটার হওয়ার কারণে সম্ভবত এ নাম দেওয়া হয়েছে। অন্যদিকে পুরো অ্যাপার্টমেন্ট পশ্চিমমুখী।
বলিউড অভিনেতা শাহিদ কাপুর, অভিষেক বচ্চন, ভারতের এভারেস্ট মসলা গ্রুপের প্রোমোটার বাদিলাল ভাই শাহ এবং একটি সুপরিচিত ডেকর ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ভ্রাতৃকা গুপ্তাসহ ধনাঢ্য ব্যক্তি ওবেরয় রিয়েলটির থ্রি সিক্সটি ওয়েস্ট প্রকল্পে সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক।
গত মাসের ২১ তারিখে অক্ষয় কুমার ‘স্কাই সোর্স’ সিনেমার জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। সেই সঙ্গে সম্প্রতি মুম্বাইয়ের বোরিভালি ইস্টে তার অ্যাপার্টমেন্টটি ৪.২৫ কোটি রুপিতে বিক্রি করে আলোচনায় এসেছিলেন।
অক্ষয় কুমার তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। অনবদ্য অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেছেন।
এমএমএফ/এমএস