‘কত মানুষের বাবা আছে ,আমার বাবা নাই’

1 month ago 7

বাবা হারানোর পর অভিনেত্রী মিষ্টি জান্নাত একেবারেই ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন। বাবার সঙ্গে তার সম্পর্কের গভীরতাটাও প্রকাশ পাচ্ছে।

ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো। আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।’

তার কথায়, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারব না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

বাবার শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’

মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন গত ৩০ জুলাই। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনো খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article