কোভিড-১৯ এর পরে বিশ্বজুড়ে এবার উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভাইরাস এইচএমপি। এরই মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। জানা গেছে, এইচএমপিভি করোনার মতোই বিপজ্জনক। এই ভাইরাস রুখতে সবারই এখন সতর্ক থাকা জরুরি। এজন্য ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখার বিকল্প নেই।
কিন্তু কী এই এইচএমপিভি?
হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালিকে প্রভাবিত করে। ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ।
ছোট শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করে। ভাইরাসটি বিভিন্ন রোগের কারণ হতে পারে। তবে সাধারণ সর্দির মতো লক্ষণ থেকে শুরু করে গুরুতর শ্বাসযন্ত্রের অবস্থা যেমন- ব্রঙ্কিওলাইটিস ও নিউমোনিয়াও হতে পারে।
আরও পড়ুন
কীভাবে এই ভাইরাস প্রতিরোধ করবেন?
মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতায় যত্ন নেওয়া, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো নিয়ম মেনে চলার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা যেতে পারে।
এইচএমপিভির জন্য ভ্যাকসিন আছে?
যদিও এইচএমপিভি ও কোভিডের মধ্যে অনেক মিল আছে, তবে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু উভয়ের পার্থক্য আছে। বর্তমানে কোভিড-১৯ এর জন্য কার্যকর ভ্যাকসিন আছে, কিন্তু এইচএমপিভি’র জন্য বর্তমানে কোনো ভ্যাকসিন নেই।
সূত্র: বোল্ডস্কাই
জেএমএস/এমএস