গাড়ি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়; অনেকের কাছে এটি দৈনন্দিন জীবনের সঙ্গী, আবার কারো কাছে পরিচয়ের প্রতীক। তাই গাড়ির যত্নও নিতে হয় পরিকল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো উচিত? অনেকে সপ্তাহে একদিন, কেউ মাসে একবার, আবার কেউ ময়লা দেখালেই পরিষ্কার করেন। আসলে নিয়মটা নির্ভর করে কিছু বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণের ওপর।
১. আদর্শ সময়: সপ্তাহে একবার
সাধারণ ব্যবহারের গাড়ির জন্য সপ্তাহে একবার ওয়াশিং সবচেয়ে আদর্শ। কারণ ধুলা, কাদা, বৃষ্টির পানি, রাস্তার ময়লা, পাখির বিষ্ঠা এগুলো পেইন্টের ক্ষতি করে। ধুলা বসে থাকতে থাকলে বডির ওপর সূক্ষ্ম আঁচড় সৃষ্টি হতে পারে। বেশিদিন ধুলা জমে থাকলে পেইন্টের উপরিভাগে অক্সিডেশন হয়। সপ্তাহে একবার ধুয়ে দিলে গাড়ির বাহিরের শাইন এবং বডি প্রটেকশন ঠিক থাকে।
২. শহুরে ধুলা-দূষণে
ঢাকা বা বড় শহরের যাতায়াতে গাড়ি খুব দ্রুত নোংরা হয়ে যায়। যেখানে ধুলা-দূষণ বেশি, সেখানে ৩-৪ দিন অন্তর হালকা ওয়াশ করা ভালো। বাম্পার ও বডিতে ধুলা জমে রং ম্লান করে। বিশেষ করে গাঢ় রঙের (কালো, নেভি, রেড) গাড়িতে দাগ বেশি চোখে পড়ে। অনেকেই শুধু পানি দিয়ে স্প্রে ওয়াশ করেন-এটা দ্রুত ও কার্যকর।
৩. বৃষ্টি হলে বা বর্ষাকালে
অনেকে ভাবে বৃষ্টিতে গাড়ি নিজে নিজে পরিষ্কার হয়ে যায় আসলে উল্টোটা ঘটে। বৃষ্টির পানিতে থাকে অ্যাসিডিক উপাদান ও দূষণের কণা, যা শুকিয়ে গেলে দাগ তৈরি করে। বর্ষাকালে অন্তত সপ্তাহে ২ বার গাড়ির বডি, ফেন্ডার, টায়ার আর্চ বিশেষভাবে পরিষ্কার করা ভালো।
৪. ভেতরের পরিষ্কার: দুই সপ্তাহে একবার
গাড়ির বাইরের যত্নের পাশাপাশি ভেতর পরিষ্কার করাও সমান গুরুত্বপূর্ণ। সিট, ড্যাশবোর্ড, ফ্লোর মেট, স্টিয়ারিং সব জায়গায় ধুলা জমে। খাবারের টুকরো বা ময়লা পড়লে ব্যাকটেরিয়া, দুর্গন্ধ, পোকা লাগতে পারে। দুই সপ্তাহে একবার ভ্যাকুয়াম + ড্যাশবোর্ড ক্লিনিং গাড়িকে সতেজ রাখে।
৫. দীর্ঘ ভ্রমণ বা হাইওয়েতে গেলে
হাইওয়েতে চললে গাড়ির সামনে মশা, পোকা, ধুলা, তেলবাহী ট্রাকের রাসায়নিক কণা লেগে থাকে। সুতরাং দীর্ঘ ভ্রমণের পর অবশ্যই ওয়াশ করা জরুরি। এতে ফ্রন্ট গ্রিল, বাম্পার এবং উইন্ডশিল্ড পরিষ্কার ও দাগমুক্ত থাকে।
৬. ওয়াক্স বা কোটিং করালে পরিষ্কার কম লাগে
যারা গাড়ি ওয়াক্স, সিরামিক কোটিং বা পলিশ করান, তাদের গাড়ি ধুলা-বৃষ্টি কম ধরে। এই ক্ষেত্রে ১০-১২ দিনে একবার ওয়াশ করলেও ক্ষতি নেই। শুধু ওয়াটার স্প্রে ও মাইক্রোফাইবার কাপড়েই চকচকে হয়ে যায়।
আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
ভক্সওয়াগনের নতুন গাড়িতে থাকছে যেসব ফিচার
কেএসকে/এএসএম

7 hours ago
3









English (US) ·