‘কথিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি’

2 weeks ago 6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ইতিহাস বলে কথিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। ওই স্বৈরাচারী হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখেছিল। আজ তিনি মুক্ত, আর হাসিনা পালিয়ে জীবন রক্ষা করেছে। এটাই নিয়তির খেলা।  তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা হলো- মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে হাঁটেঘাটে, মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। আগামী দিনের নেতৃত্ব তারাই দেবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। ৩১ দফাকে জনগণের দফায় রূপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে।  সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে বিএনপি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসঙ্গে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব।  জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে কুলাউড়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সম্পাদক মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট আবেদ রাজাসহ অনেকে।
Read Entire Article