রাজধানীর কদমতলী এলাকায় ১১ বছরের এক ঘুমন্ত শিশুকে ধর্ষণের মামলায় মো. মিন্টু নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।
এদিন রায় ঘোষণার সময় আসামি মিন্টুকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। পরে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামি মিন্টু মানিকগঞ্জ জেলা সদরের বংখুরী ডাকঘরের রত্নাদিয়া গ্রামের শেখ লিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকার কদমতলী এলাকার স্মৃতিধারা এলাকায় ভাড়া থাকতেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কদমতলীতে একটি বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকতেন মিন্টু ও ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটির পরিবার। ২০২১ সালের ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর শিশুটির বাসায় আত্মীয় থাকায় মিন্টুর মেয়ের সঙ্গে ভুক্তভোগী শিশুটি রাতে ঘুমায়। এই সুযোগে ১৭ অক্টোবর রাতে শিশুটিকে ধর্ষণ করেন মিন্টু। এ ঘটনায় ২০২১ সালের ১৭ অক্টোবর কদমতলী থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।
পরে মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কদমতলী থানার উপপরিদর্শক মো. মোস্তাকিম পাটওয়ারী। এরপর একই বছরের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে মোট ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
এমআইএন/বিএ/এমএস