কনকচাঁপা, বেবী নাজনীনদের সুরের মুর্ছনায় মাতোয়ারা লাখো জনতা

3 weeks ago 7
বিভিন্ন শ্রেণি-পেশার লাখো জনতার উপস্থিতিতে কনকচাঁপা, ইথুন বাবু, বেবী নাজনীনদের নিয়ে রাজধানীতে উন্মুক্ত কনসার্ট করছে বিএনপি।  মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট শুরু হয়। যেখানে ‘উরাধুরা’, সাগরিকাসহ জনপ্রিয় একাধিক গানের মধ্যদিয়ে দর্শক-শ্রোতাদের মাতান আমাদের দেশীয় শিল্পীরা। সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী দুপুর আড়াইটায় মঞ্চে উঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি। কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে দুপুর সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপরে মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি। 
Read Entire Article