ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে চেলসি। রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে জিতেছে উয়েফা কনফারেন্স লিগ। তাতে প্রথম দল হিসেবে ইউরোপের ৪টি মেজর ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা।
৯ মিনিটে আব্দে এজ্জাজুলির গোলে শুরুতে অগ্রগামিতা পেয়ে নিজেদের ফেভারিট ভাবতে শুরু করেছিল বেতিস। অথচ বল দখলে এগিয়ে ছিল চেলসি। কিন্তু কার্যকর সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছিল তারা। বেতিসও রক্ষণ সামলাচ্ছিল দারুণভাবে।... বিস্তারিত