রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাসেজসহ কয়েকটি ব্যান্ড দলকে নিয়ে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় খেলার মাঠসহ আশপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকা কলেজ ছাত্রদলের ২নং যুগ্ম সম্পাদক মামুনুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের অন্যতম সহসভাপতি তাজবিউল হাসান, সাবেক সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর আরজু, সাবেক সহসম্পাদক আনিসুর রহমান, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর আলী, সহসাংগঠনিক সম্পাদক আবু হেনা রাজিব, কর্মী হাসান আবেদ, শাহ আলম, তুষার, গোলাম রাব্বানী, জিহাদ, হিমেল, মিজান, ইমরান, মিলন, হানজালা, সামিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
মামুনুর রহমান বলেন, ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্ট পরবর্তী মাঠের যে নোংরা অবস্থা হয়েছিল তা সুন্দর রাখা এবং মনোরম পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। ক্যাম্পাসে শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদেরই দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সেই শিক্ষাই দিয়েছে, কীভাবে ক্যাম্পাসের সৌন্দর্য ও লেখাপড়ার মনোরম পরিবেশ সুন্দর রাখা যায়। পবিত্র কোরআনে বলা আছে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’ তাই ক্যাম্পাসের মাঠের সৌন্দর্য বজায় রাখার জন্য কনসার্ট শেষে আজকে আমাদের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন হয়।
এ কর্মসূচিতে তাদের সঙ্গে ক্যাম্পাসের আবাসিক এবং অনাবাসিক সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন।