কন্টেন্ট ক্রিয়েটর সারাহ দিবার ‘আমি কি সুন্দর’ বইয়ের আত্মপ্রকাশ

1 month ago 11

আত্মসমালোচনা, সচেতনতা ও আত্মপ্রেমমূলক বই ‘আমি কি সুন্দর?’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটি লিখেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সারাহ দিবা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বইটির লেখক সারাহ দিবা বলেন, আমি এই বইটি শুধু কোনো গল্প বলার জন্য লেখা হয়নি। আমি এটি লিখেছি একটি এমন আলোচনা শুরু করার জন্য যা অনেকদিন ধরে পর্দার আড়ালে ছিল। ‘আমিও সুন্দর!’ তাদের জন্য, যারা কখনো নিজেদের চেহারার মতো অচিহ্নিত বিষয় নিয়ে অদৃশ্য বা বিচারিত বোধ করেছে। এটি স্ব-মূল্যবোধের পুনরুদ্ধার।

বইটির প্রকাশক দাড়ি কমা প্রকাশনীর প্রকাশক আব্দুল হাকিম বলেন, এই বইটির যিনি লেখক তিনি হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সারাহ দিবা। তিনি স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। সাধারণত নতুন লেখকদের কাছে আমাদের খুব বেশি চাওয়া-পাওয়া বা আশা থাকে না। কিন্তু ‘আমি কি সুন্দর?’ বইটিতে লেখক এত সুন্দরভাবে সব কিছু লিখেছেন, আমাদের সম্পাদকীয় প্যানেল অভিভূত হয়েছি। আমরা খুবই উৎফুল্ল হয়েছি, ভালো বই পেলে ভালো লাগে।

অনুষ্ঠানে বিভিন্ন সেশনের মধ্যে ছিল বুলিং, বিচার এবং অনিরাপত্তাবোধ নিয়ে তরুণদের নেতৃত্বে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা; ব্যক্তিগত গল্প বলার সুযোগ; অংশগ্রহণকারীদের সম্পৃক্ত ও শিক্ষিত করতে ইন্টারেক্টিভ সেশন ও কুইজ।

এমএইচএ/এনএইচআর/এএসএম

Read Entire Article