কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন ইলন মাস্ক

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্ক। ইউটিউবের তুলনায় এক্সে আরও বেশি আয় করার সুযোগ তৈরি হতে পারে— এমন সম্ভাবনার কথাই জানালেন তিনি।  সম্প্রতি এক ইউজারের মন্তব্যের জবাবে এই ইঙ্গিত দেন মাস্ক। পাশাপাশি বিষয়টি দেখার জন্য এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে নির্দেশ দেন তিনি। এতে দ্রুতই আয় বাড়ার আশায় বুক বাঁধছেন কন্টেন্ট ক্রিয়েটররা। বর্তমানে আট থেকে আশি, প্রায় সব বয়সী মানুষই কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। কাজের ফাঁকে সময় পেলেই ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের দিকে চোখ রাখেন অনেকেই। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্ল্যাটফর্ম কেবল বিনোদনের জায়গা নয়, বরং আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। অনেকেই এখন শুধু ভিডিও ও কনটেন্ট তৈরি করেই জীবনযাপন করছেন। তবে একই কনটেন্টে ইউটিউব বা ফেসবুকের তুলনায় এক্স (সাবেক টুইটার) থেকে আয়ের সুযোগ এখনো তুলনামূলক কম। এক্সে আয় করতে হলে অন্তত ৫০০ ফলোয়ার, ৫ মিলিয়ন ইমপ্রেশনসহ একাধিক শর্ত পূরণ করতে হয়। ফলে অনেক ক্রিয়েটর এখনো এ প্ল্যাটফর্মে আয় নিয়ে পুরোপুরি আশাবাদী হতে পারছিলেন না। এ প

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন ইলন মাস্ক
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্ক। ইউটিউবের তুলনায় এক্সে আরও বেশি আয় করার সুযোগ তৈরি হতে পারে— এমন সম্ভাবনার কথাই জানালেন তিনি।  সম্প্রতি এক ইউজারের মন্তব্যের জবাবে এই ইঙ্গিত দেন মাস্ক। পাশাপাশি বিষয়টি দেখার জন্য এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে নির্দেশ দেন তিনি। এতে দ্রুতই আয় বাড়ার আশায় বুক বাঁধছেন কন্টেন্ট ক্রিয়েটররা। বর্তমানে আট থেকে আশি, প্রায় সব বয়সী মানুষই কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। কাজের ফাঁকে সময় পেলেই ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের দিকে চোখ রাখেন অনেকেই। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্ল্যাটফর্ম কেবল বিনোদনের জায়গা নয়, বরং আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। অনেকেই এখন শুধু ভিডিও ও কনটেন্ট তৈরি করেই জীবনযাপন করছেন। তবে একই কনটেন্টে ইউটিউব বা ফেসবুকের তুলনায় এক্স (সাবেক টুইটার) থেকে আয়ের সুযোগ এখনো তুলনামূলক কম। এক্সে আয় করতে হলে অন্তত ৫০০ ফলোয়ার, ৫ মিলিয়ন ইমপ্রেশনসহ একাধিক শর্ত পূরণ করতে হয়। ফলে অনেক ক্রিয়েটর এখনো এ প্ল্যাটফর্মে আয় নিয়ে পুরোপুরি আশাবাদী হতে পারছিলেন না। এ পরিস্থিতিতেই আয় সংক্রান্ত বড় ইঙ্গিত দিলেন ইলন মাস্ক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এক্সে এমন একটি নতুন পেমেন্ট ব্যবস্থা আনার পরিকল্পনা রয়েছে, যেখানে ইউটিউবের চেয়েও বেশি আয় সম্ভব হতে পারে। তবে বর্তমানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো দ্রুত দূর করা হবে। মাস্ক আরও জানান, নতুন পেমেন্ট সিস্টেমে কোনো ধরনের অপব্যবহার বরদাস্ত করা হবে না। ভুয়া এনগেজমেন্ট, কৃত্রিম ভিউ বা ফলোয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রকৃত ভিউ, বাস্তব ফলোয়ার এবং কনটেন্টের মানের ওপর ভিত্তি করেই আয় নির্ধারণ করা হবে। ইলন মাস্কের মতে, এই পদ্ধতি কার্যকর হলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক্স থেকে আয় ইউটিউবকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এক্স কর্তার এই মন্তব্য বাস্তবে কতটা রূপ পাবে— তা নিয়ে এখন ক্রিয়েটরদের মধ্যে কৌতূহল ও আলোচনা চলছে। সূত্র : সংবাদ প্রতিদিন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow