কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন স্থানীয়—মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব(৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫), জাফর ইকবাল (৪০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মো. সাইদ নামের একজন আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ ও মো. হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার একপক্ষ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাদি মো. সাইদ পক্ষের ১৩ জন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিবাদী হয়ে মো. হোসেন, সেলিম, ইউনুস, আব্দুল মোনাফ

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন স্থানীয়—মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব(৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫), জাফর ইকবাল (৪০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মো. সাইদ নামের একজন আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ ও মো. হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার একপক্ষ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাদি মো. সাইদ পক্ষের ১৩ জন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিবাদী হয়ে মো. হোসেন, সেলিম, ইউনুস, আব্দুল মোনাফ, হেলাল, জামাল ও আসিফের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে দুপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow