সাহিত্য বিভাগের নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শ্যামল নাথ। তার জন্ম ১৯৯০ সালের ১৮ জানুয়ারি লক্ষীপুর জেলার হাসন্দী গ্রামে। প্রকাশিত গ্রন্থ : ‘সার্কাসের ঘোড়া', "ঝরা পাতায় জল" ও "মিথ্যার মতন সুন্দর"।বাংলা ট্রিবিউন: কোন বিষয় বা অনুভূতি আপনাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে?শ্যামল নাথ: প্রথমত— বস্তুবাদ, ভাববাদ ও সংশয়বাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব... বিস্তারিত