সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় একটি বাড়ির ছাদে কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে ফাহিমুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ফাহিমুল হাসানের বাবা মো. নাজমুল হাসান জানান, বিকেলে ৬ তলা বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় ফাহিমুল হাসান। এতে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ামল গ্রামে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। দুই ছেলের মধ্যে ফাহিমুল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/এমএস