কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি জানা গেল

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও প্রকাশ করা হয়নি সূচি। কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, সেটি নিয়ে মিলেছে ইতিবাচক বার্তা।  পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে সূচি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। টুর্নামেন্টের ১০ আসর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের এই প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কাকে চূড়ান্ত করা হয়েছে। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ বা কলম্বোতে আয়োজিত হতে পারে এটি নির্ভর করবে পাকিস্তান ফাইনালে উঠে কিনা তার ওপর।   এবারের টুর্নামেন্টের ফরম্যাট ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে

কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি জানা গেল

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও প্রকাশ করা হয়নি সূচি। কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, সেটি নিয়ে মিলেছে ইতিবাচক বার্তা। 

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে সূচি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার।

টুর্নামেন্টের ১০ আসর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের এই প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কাকে চূড়ান্ত করা হয়েছে। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ বা কলম্বোতে আয়োজিত হতে পারে এটি নির্ভর করবে পাকিস্তান ফাইনালে উঠে কিনা তার ওপর।  

এবারের টুর্নামেন্টের ফরম্যাট ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। পরে সুপার এইট পর্বে দলগুলোকে পুনরায় দুই গ্রুপে ভাগ করা হবে—প্রতিটি গ্রুপে চারটি দল করে। সেখান থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে ভারত। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য সব ২০টি দল চূড়ান্ত হয়েছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোয়ালিফাই করার মাধ্যমে দল নির্ধারণ সম্পন্ন হয়। এশিয়া–ইস্ট এশিয়া-প্যাসিফিক (এশিয়া–ইএপি) অঞ্চল থেকে শেষ তিন দল হিসেবে কোয়ালিফাই করেছে নেপাল, ওমান ও ইউএই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow