কবে ফিরছেন সাকিব: কি ভাবনা বিসিবির, জানা গেল বিস্তারিত

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আবারো বাংলাদেশ দলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির চাওয়া, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে দেখা যাবে। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।” ২০২৪ সালের আগস্টের পর দেশে ফেরেননি সাকিব। একই বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও তিনি খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পরও জাতীয় দলের জার্সি আর গায়ে চাপানো হয়নি। সম্প্রতি বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, “ভালোভাবে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা এখনও আছে। এ কারণেই আমি এখনো ক্রিকেট খেলছি। যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, তা আমার কাছে সন্তুষ্টির বিষয় হবে।” ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে ফেরানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়। দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানান, সরকারের কাছে সাকিবকে জাতীয় দলে নেওয়ার বিষয়টি অনুরো

কবে ফিরছেন সাকিব: কি ভাবনা বিসিবির, জানা গেল বিস্তারিত

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আবারো বাংলাদেশ দলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির চাওয়া, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে দেখা যাবে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।”

২০২৪ সালের আগস্টের পর দেশে ফেরেননি সাকিব। একই বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও তিনি খেলতে পারেননি। পাকিস্তান ও ভারত সফরের পরও জাতীয় দলের জার্সি আর গায়ে চাপানো হয়নি।

সম্প্রতি বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, “ভালোভাবে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা এখনও আছে। এ কারণেই আমি এখনো ক্রিকেট খেলছি। যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, তা আমার কাছে সন্তুষ্টির বিষয় হবে।”

২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে ফেরানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়। দুই বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানান, সরকারের কাছে সাকিবকে জাতীয় দলে নেওয়ার বিষয়টি অনুরোধ করা হয়েছে। বোর্ড সাকিবকে দেশের মাটিতে খেলতে দেখার পাশাপাশি দীর্ঘ সময় খেললেও কোনো আপত্তি নেই।

আসিফ আকবর আরও বলেন, “আমরা চাই সাকিব আবার দেশের হয়ে খেলুক। পাকিস্তান সিরিজ থেকেই সে ফিরুক। এরপর সে কতদিন খেলবে, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

পাকিস্তান দল মার্চে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর পিএসএল শেষ করে মে মাসে দুই টেস্ট খেলতে বাংলাদেশে ফিরবে। সব কিছু ঠিকঠাক থাকলে, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন মার্চের ওয়ানডে সিরিজ দিয়েই হতে পারে।

বিসিবির একজন নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালক বলেন, “সাকিব নিজেও আগ্রহ দেখাচ্ছেন। সরকারে কিছু পরিবর্তনের কারণে এবার দেশে ফেরার সম্ভাবনা অনেকটা খুলে গেছে।”

বিসিবি মনে করছে, দেশের মাটিতে সাকিবকে খেলতে দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে গৌরবোজ্জ্বল বিদায় দেওয়ার সুযোগ তৈরি করা উচিত। যদিও তার বিরুদ্ধে কিছু মামলা চলমান আছে, তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা সরকারের বাইরে থাকায় রাজনৈতিক বাধা এখন আগের মতো নেই।

বর্তমানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও থাকায় বিষয়টি তুলনামূলকভাবে সহজে এগোতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিসিবি আশাবাদী, নির্বাচনের আগে হলেও মার্চে পাকিস্তান সিরিজের মাধ্যমে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow