টেস্টে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতেও নেই। তার বদলে মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক। আশা করা হচ্ছিল, ক্যারিবীয়দের সাথে টি-টোয়েন্টি সিরিজে হয়তো দেখা মিলবে নিয়মিত অধিনায়ক শান্তর।
সেটাও হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নেই শান্ত। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
আসলে শান্তর ইনজুরির কী অবস্থা? ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারা মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়ের সর্বশেষ অবস্থাইবা কী?
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই খেলতে না পারা এই ৩ জন কবে নাগাদ মাঠে ফিরবেন? আজ ১১ ডিসেম্বর থেকে সিলেটে যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরু হয়েছে, সেখানে মুশফিক, হৃদয় আর শান্তর খেলার সম্ভাবনা কতটা? তারা কি আদৌ এ আসরে অংশ নিতে পারবেন? তা জানতেও ভক্তদের কৌতুহলের শেষ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, খুব সহসাই মুশফিক, শান্ত আর হৃদয়ের মাঠে নামার সম্ভাবনা নেই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বুধবার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, এই তিন ক্রিকেটারই তাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাদের এনসিএল টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা আছে। তবে এখনই না। আরও পরে হয়তো খেলতে পারেন তারা।
মুশফিক, শান্ত আর হৃদয়ের সর্বশেষ অবস্থা জানিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা আজও মুশফিকের ফ্র্যাকচার হওয়া আঙুলে এক্সরে করিয়েছি। ফ্র্যাকচার খানিক ভালোর দিকে। তবে এখনও কিছুটা ব্যথা আছে। তাই তার মাঠে ফিরতে আরও সময় লাগবে। একই অবস্থা নাজমুল হোসেন শান্তরও বেলায়ও। তারও মাঠে ফিরতে আরও কিছুদিন লাগবে।’
অন্যদিকে তাওহিদ হৃদয়ের ব্যাপারে ড. দেবাশীষ চৌধুরীর বক্তব্য, ‘হৃদয়ের কুঁচকির ব্যথাটা ঠিক স্পোর্টসের ব্যথা নয়। তার চিকিৎসা করছেন অন্য চিকিৎসকরা। তারাই ভালো বলতে পারবেন, হৃদয়ের সুস্থ হয়ে মাঠে ফিরতে ঠিক কতদিন লাগতে পারে। তবে এটুকু বলতে পারি, মুশফিক, শান্ত আর হৃদয় কারোরই আপাতত মানে আগামী ২-৩ দিনের মধ্যেই মাঠে ফেরার সম্ভাবনা খুব কম। একটু সময় লাগবে তিনজনেরই। হয়তো তিনজনই এনসিএল টি-টোয়েন্টি শেষ কয়েক রাউন্ড খেলতে পারেন।’
এআরবি/এমএমআর/জিকেএস