শুরু হয়েছে মাঘ মাস। পৌষ মাস শেষ হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। চলতি মৌসুমে ৩ ধাপে শৈত্যপ্রবাহ আসলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, শনিবারের পর ক্রমশ তাপমাত্রা কমতে পারে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতেপারে।
গত পৌষ মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মৌসুমে শীত তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষে এসে শীতের চরিত্র দেখা যায়নি।
এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ অনেকটা কম। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এছাড়াও অন্যত্র তাপমাত্র ১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে খুব বেশি কমার সম্ভাবনা নেই।
আরও পড়ুন>>>
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্রবার বা শনিবারে বলা যাবে।
তিনি বলেন, এখন যেভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠছে। শীতের সময় এটা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছর তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।
আরএএস/এসআইটি