হিম শীতল বাতাস। ভোরের কুয়াশা। প্রকৃতির এমন কতশত বৈরিতা ছাপিয়ে ষাটোর্ধ দিনমজুর আক্কাছ আলীরা এসেছেন পেটের তাগিদে। শরীরটা চাদরে মুড়িয়ে হাতে কাস্তে-কোদাল আর কাঁদে ধান বাহনের বাক নিয়ে অন্যদের মতো নিজেকে তুলেছেন শ্রমিকের হাটে।
শুধু যে আক্কাছ আলীই শ্রমিকের হাটে এসেছেন তা নয়। শ্রম বিক্রির জন্য এই হাটে এসেছেন তার মত শত শত শ্রমজীবী মানুষ। প্রতি ভোরে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারসহ বনপাড়া-হাটিকুমরুল... বিস্তারিত