কমতে পারে বৃষ্টি, ভোগাবে ভ্যাপসা গরম

2 months ago 6

গত ১৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আজ শনিবার থেকে কিছুটা কমতে পারে। গতকালও দেশের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে।

শনিবার (২১ জুন) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসের আদ্রতার কারণে ভ্যাপসা গরমও রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ২৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। এরপর আবার বাড়তে পারে। এছাড়া বাতাসের আদ্রতার কারণে ভ্যাপসা গরমও রয়েছে। তবে কোনো এলাকায় একটানা ভারী বৃষ্টি হলে সেখানে ভ্যাপসা গরম থাকবে না।

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/কেএসআর/এএসএম

Read Entire Article