লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজামের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারের সভাপতিত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন মহিলা দলের সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক জাফর আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, শামীমসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কাদের বলেন, লক্ষ্মীপুর-৪ আসনে দুর্দিনে মামলা-হামলায় যাকে আমরা কাছে পেয়েছি তাকে (সাবেক সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজাম) আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে আপনারা মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশে অর্ধেকেরও বেশি মহিলা ভোটার। তাই আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা আশরাফ উদ্দিন নিজাম বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের জন্য যে ত্যাগ ও পরিশ্রম করেছেন ও এলাকার উন্নয়নে তার ব্যক্তিগত উদ্যোগে যে অবদান রেখেছেন তা বুঝাতে হবে। যেন তারা আগের মতো বিপুল ভোটে আমাদের নেতাকে ভোট দিয়ে বিজয়ী করতে পারে।