দেশের রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে আপত্তিকর প্রচারণার ঘটনার দায় ডিসপ্লে পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কমকেই নিতে হবে। সেই সঙ্গে ডিসপ্লের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রেলওয়ে থেকে সহজ লিমিটেডকে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
চিঠিতে বলা হয়-সম্প্রতি স্টেশনে অবস্থিত ডিসপ্লে সিস্টেমে অনুমোদনবিহীনভাবে প্রবেশ করে বিভিন্ন ধরনের আপত্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে ডিভিশনের বিভিন্ন স্টেশনে সহজ ডট কম এর যে সমস্ত ডিসপ্লে রয়েছে তার নিরাপত্তার নিশ্চিত করার জন্য সহজ এর সিস্টেমে আন অথরাইজড প্রবেশ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং ডিসপ্লেতে কোনো অপ্রীতিকর কিছু প্রদর্শিত হলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সহজ-সিনেসিস-ভিনসেন জেভির ওপর বর্তাবে।
আরও পড়ুন
- এবার কমলাপুর স্টেশনে ডিসপ্লেতে নীল ছবি, ঘটনা তদন্তে কমিটি গঠন
- কমলাপুর স্টেশনের মনিটরে অশ্লীল ছবির ঘটনায় সহজের কর্মচারী বরখাস্ত
এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রেলওয়ে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর দিনগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা মনিটরটি বন্ধের চেষ্টা করে না পেরে ইটের টুকরা ছুড়ে মনিটর ভেঙে ফেলেন।
তারও আগে গত ২৮ অক্টোবর রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে একটি স্লোগান প্রচার হয়। এছাড়া গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা প্রচার করা হয়। সম্প্রতি পরপর ঘটে যাওয়া এসব ঘটনায় বিব্রত রেলওয়ে কর্তৃপক্ষ।
এনএস/এমআইএইচএস/এমএস