কমিউটার ট্রেনের টিকিট নিতে কমলাপুরে দীর্ঘ অপেক্ষা

3 months ago 44

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় বেড়েছে মানুষের। আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইন করায় টিকিট কাটতে ভোগান্তি ছিল না। এখন কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। যাত্রা শুরুর এক ঘণ্টা আগে দেওয়া হয় এসব টিকিট। তবে তারও বহু আগে থেকে কমলাপুর স্টেশনের কাউন্টারে অবস্থান করছেন কমিউটারের যাত্রীরা। সবারই দীর্ঘ অপেক্ষা, টিকিট কেটে আসন পাওয়ার।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুরে দেখা গেছে এ দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ৯টায় চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার কমলাপুর ছেড়ে যাওয়ার কথা। ভোর থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। শাহেদ নামে একজন জাগো নিউজকে বলেন, আগে না এলে ট্রেনের আসন পাওয়া যায় না, দাঁড়ানো টিকিট পাওয়া যাবে। এ কারণে ফজরের নামাজের পরই চলে এসেছি। তিনটি টিকিট কাটবো, এতে দুটি আসন পাবো এবং একটি দাঁড়ানো টিকিট পাবো।

রাজশাহী কমিউটার ট্রেনের টিকিট পেতে অপেক্ষায় আছেন সুলাইমান। তিনি সকাল সাড়ে ৭টার দিকে স্টেশনে এসেছেন পরিবার নিয়ে। সুলাইমান জাগো নিউজকে বলেন, রাজশাহীতে বাসে এখন অনেক টাকা ভাড়া। সময়ও বেশি লাগবে, সড়কে যানজট আছে। সেক্ষেত্রে ট্রেনের টিকিট কাটবো, যাত্রায় কোনো যানজটে পড়তে হবে না। তাই সকালেই চলে এসেছি টিকিট নিয়ে স্টেশনে চলে যাবো।

আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এখন স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে দুটি ট্রেন। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ। আজ লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।

খুলনা যাওয়ার অপেক্ষায় থাকা আদনান জাগো নিউজকে বলেন, শুনেছি গতকাল ঈদযাত্রার প্রথম দিনে বিলম্বে ট্রেন ছেড়েছিল। আজ ওটা নিয়ে শঙ্কা ছিল। তবে স্টেশনে এসেই দেখি ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছে। ভালো লেগেছে। অন্য ট্রেনগুলোও যেন একই সময়ে ছেড়ে যায়, এতে ঈদের আগে বাড়তি আনন্দ পাওয়া যাবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গতকাল ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটির। আজ সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

ইএআর/এমএইচআর/এএসএম

Read Entire Article