কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশনের কিডনি রোগীদের আর্থিক সহায়তা

2 months ago 29

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে কিডনি ডায়ালাইসিস রোগীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিডনি জটিলতাসংক্রান্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হয়, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির।

এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Entire Article