কমিউনিটি সেন্টারে মিলল আগুনে পোড়া অজ্ঞাত মরদেহ

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয়রা কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহত ব্যক্তির শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচন ধরেছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

কমিউনিটি সেন্টারে মিলল আগুনে পোড়া অজ্ঞাত মরদেহ
সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয়রা কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহত ব্যক্তির শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচন ধরেছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow