কম্বল ও কমফোর্টার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যেভাবে

সকালে গায়ে চাদর না জড়ালেও, রাতে কম্বল ছাড়া ঘুম কল্পনাই করা যায় না। কমফোর্টারও গায়ে জড়িয়ে নিঃসন্দেহে আরাম দেয়। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর সেটি ভাঁজ করে রাখা অনেকের কাছে ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। বিছানার এক ধারে লেপ-কম্বল বা কাঁথা জড়ো করে রাখা যায় না; এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয় এবং একগাদা জায়গা দখল করে নেয়। এর পরিবর্তে এই জিনিসগুলো এমনভাবে সাজিয়ে রাখুন, যা আপনার বেডরুমের চেহারাই বদলে দেবে। ১. মই ব্যবহার করেছোট সাইজের কাঠের মই শুধু ব্যবহারিক নয়, এটি ঘরের শোভাও বৃদ্ধি করে। ঘরের এক কোণে হেলান দিয়ে মইটি রাখলে জায়গাও কম দখল হয়। এতে লেপ-কম্বল, কাঁথা বা কমফোর্টার সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়। চাইলে চাদরও একইভাবে ঝুলিয়ে রাখা সম্ভব। ফলে শীতের জিনিসপত্র রাখার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে না। ২. ঝুড়িতে রেখে বাজারে বেত, প্লাস্টিকবা পাটের-বিভিন্ন ধরনের ঝুড়ি পাওয়া যায়, যা ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়। কম্বল বা কমফোর্টার সুন্দরভাবে ভাঁজ করে এই ঝুড়িতে রাখতে পারেন। ঝুড়িটা ঘরের এক কোণে রাখা যায়, কিংবা যদি জায়গা থাকে, খাটের নিচেও ফিট করা সম্ভব। ৩. বিছানায় সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখার আ

কম্বল ও কমফোর্টার সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যেভাবে

সকালে গায়ে চাদর না জড়ালেও, রাতে কম্বল ছাড়া ঘুম কল্পনাই করা যায় না। কমফোর্টারও গায়ে জড়িয়ে নিঃসন্দেহে আরাম দেয়। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর সেটি ভাঁজ করে রাখা অনেকের কাছে ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। বিছানার এক ধারে লেপ-কম্বল বা কাঁথা জড়ো করে রাখা যায় না; এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয় এবং একগাদা জায়গা দখল করে নেয়।

এর পরিবর্তে এই জিনিসগুলো এমনভাবে সাজিয়ে রাখুন, যা আপনার বেডরুমের চেহারাই বদলে দেবে।

১. মই ব্যবহার করে
ছোট সাইজের কাঠের মই শুধু ব্যবহারিক নয়, এটি ঘরের শোভাও বৃদ্ধি করে। ঘরের এক কোণে হেলান দিয়ে মইটি রাখলে জায়গাও কম দখল হয়। এতে লেপ-কম্বল, কাঁথা বা কমফোর্টার সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়। চাইলে চাদরও একইভাবে ঝুলিয়ে রাখা সম্ভব। ফলে শীতের জিনিসপত্র রাখার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে না।

২. ঝুড়িতে রেখে
বাজারে বেত, প্লাস্টিকবা পাটের-বিভিন্ন ধরনের ঝুড়ি পাওয়া যায়, যা ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়। কম্বল বা কমফোর্টার সুন্দরভাবে ভাঁজ করে এই ঝুড়িতে রাখতে পারেন। ঝুড়িটা ঘরের এক কোণে রাখা যায়, কিংবা যদি জায়গা থাকে, খাটের নিচেও ফিট করা সম্ভব।

৩. বিছানায় সুন্দরভাবে সাজিয়ে
সুন্দরভাবে সাজিয়ে রাখার আরেকটি উপায় হলো বিছানায় কমফোর্টার বা কাঁথা বিছিয়ে রাখা। ঠিক হোটেলের মতো সাজালে দেখতে চমৎকার লাগে। তবে বিছানায় রাখলে সারাদিন ব্যবহার করা যাবে না, তাই সারাদিন বিছানা যেন অগোছালো না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে কম্বল বা কমফোর্টার সাজিয়ে রাখলে ঘরের রূপই পাল্টে যাবে।

৪. দেয়ালে ঝুলিয়ে রাখা
দেয়ালে রড লাগিয়ে সুন্দর কম্বল বা কমফোর্টার ঝুলিয়ে রাখা যেতে পারে। এটি শুধু ব্যবহারিক নয়, দেখতেও দারুণ লাগে।

সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
রং না নষ্ট করে জিন্স পরিষ্কার করার উপায়
হালকা শীতে যেসব পোশাকে দেখাবে স্টাইলিশ

এসএকেওয়াই/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow