করণ জোহরের ঘরে বাংলাদেশের লিপির শিল্পকর্ম

5 hours ago 3

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ঘরে শোভা পাচ্ছে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির একটি শিল্পকর্ম। স্টেইনলেস স্টিল দিয়ে বানানো ওই ভাস্কর্যটি দিল্লীর শ্রাইন এম্পায়ার আর্ট গ্যালারির ‘আর্ট মুম্বাই’ নামের এক মেলায় প্রদর্শিত হয়। ভাস্কর্যটির নাম ‘আই অ্যাম ওল্ড স্কুল-ওয়ান-২০২৪’।

তৈয়বা বেগম লিপি বাংলাদেশের একজন স্বনামধন্য চারুশিল্পী। ব্যতিক্রম সব উপাদান ব্যবহার শিল্পকর্ম তৈরি করে তিনি আলাদা সমাদর পেয়েছেন। লিপি বৃত্ত আর্টস ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। অন্যদিকে ‘আর্ট মুম্বাই’ শিল্পের জগতে ভারতসহ বিশ্বের সমসাময়িক শিল্পাঙ্গনে সুপরিচিত নাম।

‘আর্ট মুম্বাই’ মেলাটি শুরু হয় গত ১৪ নভেম্বর আর শেষ হয়েছে ১৭ নভেম্বর। তৈয়বা বেগম লিপি গত ১০ বছর ধরে গ্যালারি শ্রাইন এম্পায়ারে তার শিল্পকর্ম প্রদর্শন করে আসছেন।

এমএমএফ/আরএমডি/এএসএম

Read Entire Article