কর্ণফুলিতে চলতি বছরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

3 months ago 28

 

হ্রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটিতে টানা বৃষ্টির ফলে কাপ্তাই কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রে চলতি বছরে (জানুয়ারি-জুলাই) সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিটের মধ্যে চারটিতে একশ ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।

তিনি বলেন, মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াটসহ মোট একশ ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়তে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, চলতি বছরের (জানুয়ারি-জুলাই) মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতোদিন হ্রদে পানি কম থাকায় কম উৎপাদন হয়েছে। এছাড়া টেকনিক্যাল ত্রুটির কারণে একটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।

‘কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দুইশ ৩০-৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব’ বলে জানান তিনি।

সাইফুল উদ্দীন/এএইচ/এমএস

Read Entire Article