কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পৌষের ঝেঁকে বসা শীতে শুরু হলো কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫-২৬ মৌসুমের টি-৪০ প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন অলস্টার্স ৫ উইকেটে ক্যাডেটস একাদশকে হারিয়েছে। টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী; আরেক ম্যাচ জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই আসর কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি অপেশাদার ক্রিকেটারদের হৃদপিণ্ড হিসেবে বিবেচিত হয়। বিগত ১৫ বছর ধরে বিভিন্ন বয়সি ক্রিকেটারের বর্ণিল উপস্থিতিতে এ আসরে ভিন্ন ফরম্যাটে হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটি অপেশাদার ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ও ধারাবাহিক আসরও। উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অলস্টার্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যাডেটস একাদশ ১৬৯ রানে থামে। ওপেনার রিফাত বিন তারেক ক্যাডেটস একাদশের সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ১০ বাউন্ডারিতে। মোহাম্মদ রবিউল রবি ১৪ বলে ২৮ রান করেন। অলস্টার্সের শামীমুর রহমান, শাহরিয়ার সুমন, তাইফ মাহমুদ পিয়াল ও জাহিদুর রহমান পলাশ দুটি করে উইকেট নেন। জবাবে সোহানুর র

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পৌষের ঝেঁকে বসা শীতে শুরু হলো কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫-২৬ মৌসুমের টি-৪০ প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন অলস্টার্স ৫ উইকেটে ক্যাডেটস একাদশকে হারিয়েছে। টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী; আরেক ম্যাচ জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই আসর কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি অপেশাদার ক্রিকেটারদের হৃদপিণ্ড হিসেবে বিবেচিত হয়। বিগত ১৫ বছর ধরে বিভিন্ন বয়সি ক্রিকেটারের বর্ণিল উপস্থিতিতে এ আসরে ভিন্ন ফরম্যাটে হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটি অপেশাদার ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ও ধারাবাহিক আসরও।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অলস্টার্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যাডেটস একাদশ ১৬৯ রানে থামে। ওপেনার রিফাত বিন তারেক ক্যাডেটস একাদশের সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ১০ বাউন্ডারিতে। মোহাম্মদ রবিউল রবি ১৪ বলে ২৮ রান করেন। অলস্টার্সের শামীমুর রহমান, শাহরিয়ার সুমন, তাইফ মাহমুদ পিয়াল ও জাহিদুর রহমান পলাশ দুটি করে উইকেট নেন। জবাবে সোহানুর রহমান সোহানের ৫৯ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অলস্টার্স। জয়ের পথে মোহাইমেনুল হক (৩১) ও ইকবাল পারভেজ খান (২৬) কার্যকর ভূমিকা রাখেন। ক্যাডেটস একাদশের মো. নাজমুল হোসেন ২৪ রানে ৩ উইকেট নেন।

উদ্বোধনী ম্যাচের পর বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও হেরেছে ক্যাডেটস একাদশ। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ক্যাডেটস একাদশ প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। রিকন ইসলাম (৬১) ও সারোয়ার হোসেনের (৩৫) অপরাজিত ইনিংস এবং রিফাত বিন তারেক (৪৮), ফয়সাল ইসলামের (৪৬) ব্যাটিংয়ে সেনাবাহিনী ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তোলে। জবাবে মো. আলিফের বোলিং তোপে ৩৩ ওভারে অলআউট হওয়ার আগে ক্যাডেটস একাদশ ১৫০ রান করে। মো. আলিফ ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন। ক্যাডেটস একাদশের রিফাত বিন তারেক (৪৮), রাফি ফাইরোজ হক (৩৪) ও খাদেমুল ইসলামের (২৯) ইনিংস হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জয় থেকে ৪৭ রান দূরে থেমে যায় ক্যাডেটস।

বিকেএসপিতে আরেক ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ৪৩ রানে হারিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টস হেরে ব্যাটিংয়ে নামা ব্র্যাক ব্যাংক হাসিফ রহমানের ২৩ বলে ৬৭ রানের ঝড় এবং এহসান বণিক (৫৫) ও আলউদ্দিন মনার (৫১) অর্ধশতকের কল্যাণে ৩৫ ওভারে ৬ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে আব্দুর রহমানের ৮০, লিয়াম ইসলাম (৪৩) ও সাইখ বিন জামানের (৩০) ইনিংসের পরও নির্ধারিত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রানে থেমে যায় বিমানবাহিনী।

আসরের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী (২০৪/৯) ২৮ রানে অলস্টার্সকে (১৭৬/১০) হারিয়েছে। সেনাবাহিনীর আবিদ আহমেদ সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। অলস্টার্সের আসিফ তানজিল সর্বোচ্চ ৩৪ রান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow