কর্মীদের রেখে আমি কোথাও যাব না : যুবদল নেতা
ঢাকার ধামরাইয়ে একটি মারধরের মামলায় যুবদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একই মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা এইচ এম লুৎফর রহমান কর্মীদের দেখতে এসে সেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ সময় যুবদল নেতা বলেন, ‘কর্মীদের রেখে আমি কোথাও যাব না।’
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে ধামরাই থানায় যুবদল নেতা এইচ এম লুৎফর রহমান আত্মসমর্পণ করেন। এর আগে বুধবার (০৫ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল এলাকা থেকে যুবদলের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন এইচ এম লুৎফর রহমান (৪২), সেলিম হোসেন (২৮), মনোয়ার হসেন (৩০) ও বাবর আলী (৫০)।
এ বিষয়ে যুবদল নেতা আলম হোসাইন কালবেলাকে বলেন, মানিকগঞ্জের সাটুরিয়ার আবুল বাশার নামে এক ব্যক্তির মিথ্যা মামলা করেন। সেই মামলায় যুবদলের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খবর শুনে এইচ এম লুৎফর রহমান কর্মীদের দেখতে থানায় যান। সেখানে গিয়ে লুৎফর রহমান বলেন, কর্মীদের রেখে কোথাও যাবেন না। তাই একই মামলায় তিনি সেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।’
ধামরাই থানার (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একটি মারধরের মামলায় যুবদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

4 hours ago
5









English (US) ·