কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

টেকভিত্তিক প্রতিষ্ঠান 6sense HQ তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় বিমা কোম্পানি গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি করে সব ফুলটাইম কর্মীর জন্য পূর্ণ স্বাস্থ্য বিমা সুবিধা চালু করেছে। এর মাধ্যমে কর্মীরা হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসহ বিস্তৃত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। 6sense HQ জানায়, এই উদ্যোগ কর্মীদের জন্য নিরাপদ, সমর্থনমূলক ও মানবিক কর্মপরিবেশ তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার নাহিদ তাসনিম বলেন, ‘আমাদের সহকর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাই তারা পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমর্থন অনুভব করুক। এই ইন্স্যুরেন্স প্ল্যান আমাদের সেই প্রতিশ্রুতিরই অংশ, যেখানে তাদের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’ এইচআর প্রতিনিধি সাদমান কবীর বলেন, ‘টেক সেক্টরের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে শুধু বেতন নয়, বাড়তি সুরক্ষা ও নমনীয়তাও জরুরি। গার্ডিয়ান লাইফের সঙ্গে এই পার্টনারশিপ কর্মীদের সুস্থতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 6sens

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

টেকভিত্তিক প্রতিষ্ঠান 6sense HQ তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় বিমা কোম্পানি গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি করে সব ফুলটাইম কর্মীর জন্য পূর্ণ স্বাস্থ্য বিমা সুবিধা চালু করেছে। এর মাধ্যমে কর্মীরা হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসহ বিস্তৃত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

6sense HQ জানায়, এই উদ্যোগ কর্মীদের জন্য নিরাপদ, সমর্থনমূলক ও মানবিক কর্মপরিবেশ তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার নাহিদ তাসনিম বলেন, ‘আমাদের সহকর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাই তারা পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমর্থন অনুভব করুক। এই ইন্স্যুরেন্স প্ল্যান আমাদের সেই প্রতিশ্রুতিরই অংশ, যেখানে তাদের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

এইচআর প্রতিনিধি সাদমান কবীর বলেন, ‘টেক সেক্টরের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে শুধু বেতন নয়, বাড়তি সুরক্ষা ও নমনীয়তাও জরুরি। গার্ডিয়ান লাইফের সঙ্গে এই পার্টনারশিপ কর্মীদের সুস্থতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

6sense HQ জানিয়েছে, তারা গ্লোবাল বিস্তৃতির ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। নতুন এই সুবিধা প্রতিষ্ঠানটিকে কর্মীদের জন্য আরও আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা বৃদ্ধির উপযোগী কর্মস্থলে রূপান্তর করবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow