কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই গোটা বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়ায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। আর সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা সেই ফ্লেক্স থেকে আগুনের শিখা দাউদাউ করে জ্বলে ওঠে। সেখান থেকে আগুন আবর্জনা ফেলার ডাস্টবিনে লাগে।
আরও পড়ুন>>
ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দরের কর্মীরা নিজেদের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ দমকল বিভাগকেও খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন বিমানবন্দরে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেসময় প্লেন ওঠানামাসহ বিমানবন্দরের অন্যান্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
ডিডি/কেএএ/