কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

বিপিএলে আবারও মুস্তাফিজ ম্যাজিক। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। বল করতে আসেন ফিজ। উইকেটে তখন ব্যাটার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান রুম্মন। দুজনই মারকুটে ব্যাটার। এর মধ্যে মিঠুন ছিলেন সেট ব্যাটার। আধুনিক টি-টোয়েন্টিতে ৬ বলে ১০ রান নেয়া কোনো ব্যাপারই না, যখন উইকেটে পরীক্ষিত ব্যাটার থাকে।  তবে ঢাকার সহজ কাজটিই কঠিন করে দেন মুস্তাফিজ। তিনি কেন বিশ্বের অন্যতম সেরা বোলার সেটি আবারও প্রমাণ করে দেখিয়েছেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে ভেলকি দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ রান ডিফেন্ড করতে গিয়ে ফিজ দিয়েছেন কেবল ৪ রান। ৫ রানে জিতেছে রংপুর। এই মুস্তাফিজের কলকাতার জার্সিতে খেলার কথা ছিল আইপিএলে। যদিও বর্তমানে সেটি আর সম্ভব হয়ে উঠছে না। তবে ফিজের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আক্ষেপ বাড়াবে কলকাতার। বিপিএলে ফিজ ম্যাজিকের পর এমন পরীক্ষিত, বিশ্বমানের বোলারকে হারিয়ে আফসোসই করবে তারা। যদিও তা প্রকাশ করবে না ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল খেলতে না পারায় মন খারাপ নেই মুস্তাফিজেরও। বিপিএল বেশ উপভোগ করছেন তিনি। রংপুরের অধিনায়ক সোহানের ভাষায় ‘বিন্দাস’ আছেন ফ

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!
বিপিএলে আবারও মুস্তাফিজ ম্যাজিক। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। বল করতে আসেন ফিজ। উইকেটে তখন ব্যাটার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান রুম্মন। দুজনই মারকুটে ব্যাটার। এর মধ্যে মিঠুন ছিলেন সেট ব্যাটার। আধুনিক টি-টোয়েন্টিতে ৬ বলে ১০ রান নেয়া কোনো ব্যাপারই না, যখন উইকেটে পরীক্ষিত ব্যাটার থাকে।  তবে ঢাকার সহজ কাজটিই কঠিন করে দেন মুস্তাফিজ। তিনি কেন বিশ্বের অন্যতম সেরা বোলার সেটি আবারও প্রমাণ করে দেখিয়েছেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে ভেলকি দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ রান ডিফেন্ড করতে গিয়ে ফিজ দিয়েছেন কেবল ৪ রান। ৫ রানে জিতেছে রংপুর। এই মুস্তাফিজের কলকাতার জার্সিতে খেলার কথা ছিল আইপিএলে। যদিও বর্তমানে সেটি আর সম্ভব হয়ে উঠছে না। তবে ফিজের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আক্ষেপ বাড়াবে কলকাতার। বিপিএলে ফিজ ম্যাজিকের পর এমন পরীক্ষিত, বিশ্বমানের বোলারকে হারিয়ে আফসোসই করবে তারা। যদিও তা প্রকাশ করবে না ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল খেলতে না পারায় মন খারাপ নেই মুস্তাফিজেরও। বিপিএল বেশ উপভোগ করছেন তিনি। রংপুরের অধিনায়ক সোহানের ভাষায় ‘বিন্দাস’ আছেন ফিজ। মানসিকভাবে চাঙ্গা থাকা মুস্তাফিজ মাঠের পারফরম্যান্সেও বেশ ধারাবাহিক। আইএল টি-টোয়েন্টি মাতিয়ে এসে এখন মাতাচ্ছেন বিপিএল। সুযোগ থাকার পরও এমন বোলারের ‘সার্ভিস’ নিতে না পারার আক্ষেপ পুড়াবে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি দলটির সমর্থকদেরও। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow