ভারতের কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি রোধে সবাইকে আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। খবর আনন্দবাজারের।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে বৃষ্টিপাতজনিত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ছাড়া বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন ক্রমান্বয়ে বজ্রপাতও বাড়বে। বজ্রপাতজনিত মৃত্যুরোধে এ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ জরুরি।
এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আগের দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম।
বুধবার (২০ আগস্ট) কলকাতা শহরের কোথাও কোথাও রাতভর বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা ছিল। এ দিনও ঝিরঝিরে বৃষ্টি হয়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ওই জেলাগুলোর পাশাপাশি শনিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জেলায় রোব ও সোমবারও বৃষ্টি ও বজ্রপাত সমানতালে চলবে। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।