কলকাতায় শিল্পী রেজওয়ানার অনুষ্ঠান বাতিল, বিতর্ক

1 month ago 26

বাংলাদেশি বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতের কলকাতায়। আগামী ২৮ ডিসেম্বর মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হতে যাওয়া ১৯তম পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বন্যার গান পরিবেশনার কথা ছিল। কিন্তু স্থানীয় হিন্দুত্ববাদীদের একটি অংশ এ অনুষ্ঠানের বিরোধিতা করছে।

কী ঘটেছে?

একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে স্থানীয়রা দাবি তুলেছে, বাংলাদেশের এই শিল্পীর গান পরিবেশনা বাতিল করতে হবে। তাদের বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি বন্যা বা অন্য শিল্পীরা। এই অভিযোগ তুলে তারা বলেছেন, দেশ আগে, সবকিছু পরে।

আয়োজকদের প্রতিক্রিয়া

বিতর্কের মাঝেও আয়োজকরা অনুষ্ঠান বাতিল করতে নারাজ। তারা জানিয়েছেন, প্রয়োজনে দ্বিগুণ নিরাপত্তা দিয়ে অনুষ্ঠান চালানো হবে। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, শিল্পের ক্ষেত্রে বিভাজন টানাটা ঠিক নয়। এটি বাঙালির সংস্কৃতির অংশ নয়।

স্থানীয় উত্তেজনা

বিতর্কিত পোস্টটি দ্রুতই ভাইরাল হয়েছে। এতে মধ্যমগ্রামের পরিবেশ মেলায় অংশগ্রহণ না করার হুমকিও দেওয়া হয়েছে। তবে এখনো এ বিষয়ে পৌরসভায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানানো হয়নি।

এই পরিস্থিতিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে এগোবে, তা নিয়ে কলকাতা এবং বাংলাদেশ উভয় সংগীতপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
 

Read Entire Article