কলম্বিয়াকে ‘জুতায় আটকে থাকা পাথর’ মনে হচ্ছে ব্রাজিলের

3 months ago 34

গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু হয়েছিল তাদের। এরপর অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। গ্রুপ পর্বে সেলেসাওদের শেষ প্রতিপক্ষ কলম্বিয়া।

ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপে সবার উপরে আছে কলম্বিয়া। তাদের টপকে শীর্ষে উঠতে তাই ব্রাজিলের জয় প্রয়োজন শেষ ম্যাচে। কাজটা অবশ্য সহজ হবে না ব্রাজিলিয়ানদের জন্য, টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে কলম্বিয়া। তবে তাদের হারাতে আত্মবিশ্বাসী ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ।

তিনি বলেন, ‘কলম্বিয়া আমাদের জুতায় আটকে থাকা পাথরের মতো, যেটা আমরা আমাদের পথ থেকে সরিয়ে দিতে চাইবো পরের ম্যাচে। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ব্যক্তিগতভাবেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। শারীরিকভাবে শক্তিশালী দল তারা, খেলার জন্য ভালো।’

‘আমাদের জন্য দারুণ একটা পরীক্ষা হবে। একটা দুর্দান্ত ম্যাচ হবে যেটা জিতে আমরা প্রথম স্থানে থেকে শেষ করতে চাইবো। আপনি যখন ব্রাজিলের জার্সি গায়ে দেবেন, তখন আপনাকে এমন কিছুই করতে হবে।’

এবারের কোপায় ব্রাজিল দলে ইনজুরির কারণে নেই নেইমার। বড় তারকাদের একটা ঘাটতির কথা শোনা যাচ্ছিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো মিলে আশা দেখাচ্ছেন ব্রাজিলকে। শেষ ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন তারা।

তিনি বলেন, ‘ভিনি ও রদ্রিগো আমাদের রোনালদো ও রোনালদিনহো। ওই দিনগুলোতে আমি রোনালদো, রোনালদিনহো ও কাকার প্রেমে মজেছিলাম। আমরা এটা ভিনি ও রদ্রিগোকে দিয়ে ফিরিয়ে আনতে চাই।’

আইএইচএস/আইএইচএস/

Read Entire Article