কলম্বিয়ার বৈধ গোল বাতিল করলো ভিএআর!

3 months ago 45

ভিএআর আসার পর থেকে এটা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছিল সর্বত্র। এতে করে অনেক সময় অফসাইড প্রযুক্তির অপব্যবহারও মাঝে মাঝে করা হয়ে থাকে। অতীতে অনেক খেলোয়াড় ও কোচ এই অফসাইড প্রযুক্তি সংস্কারের কথাও বলেছিলেন।

এবার ব্রাজিল ও কলম্বিয়া হাইভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্য এক ভুল করে বসলো ভিএআর। ম্যাচের ২০ মিনিটের সময়ের ঘটনা। মাঝমাঠে ফ্রি-কিক পায় কলম্বিয়া। হ্যামেশ রদ্রিগেজের বাড়ানো বলে গোল করেন ২৩ নম্বর জার্সি পরা ডেভিনসন সানচেজ। কিন্তু লাইনসম্যান অফসাইডের সিদ্ধান্ত দেন।

ভিএআরে দেখা যায়, প্রযুক্তি যে গোললাইন দাগ কেটে দিছে সেখানে অফসাইড পজিশনে ছিলেন কলম্বিয়ার ২৪ নম্বর জার্সি পরা খেলোয়াড় করডোবা। অর্থাৎ অনসাইডেই ছিলেন সানচেজ। অনেকটা ভুল করেই কলম্বিয়ার ন্যায্য গোল বাতিল করেছে ভিএআর।

নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় মুভমেন্ট না করে এবং বলকে টাচ না করে সেটা অফসাইড হয় না। ভিএআরে ভুল করে করডোবাকে দেখানো হয়েছে। কিন্তু গোল করছে সানচেজ।

তবে দুই জনই অফসাইডে ছিলেন কিনা পরের বিষয়। কিন্তু ভিএআর যার কারণে অফসাইডের সিদ্ধান্ত দিয়েছে, সেটি করডোবাকে কেন্দ্র করে। অথচ গোল করছে সানচেজ।

তবে ভিএআরে দেখা গেছে, দুইজনই অফসাইডে আছেন। সেক্ষেত্রে মুভমেন্ট করা অবস্থায়ই দেখা গেছে করডোবাকে। সে হিসেবে একে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া যৌক্তিকই বটে।

আরআর/এমএইচ/

Read Entire Article