কলাপাড়ায় সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

2 months ago 41

পটুয়াখালীর কলাপাড়ায় সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হেলিপোর্ট মাঠে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

আমরা কলাপাড়াবাসী উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও প্রজেক্টরের মাধ্যমে জলবায়ু বিষয়ক ভিজুয়াল সর্তকতা বাচ্চাদের জন্য কার্টুনের মাধ্যমে সচেতনতার জন্য প্রদর্শন করা হয়।

সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী ও কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক বন কর্মকর্তা দেবদাশ মুখার্জী, কলাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও গণমাধ্যম কর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু।

jagonews24

এছাড়াও শিক্ষক শরিফুল হক শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দীপ্ত টেলিভিশন জেলা প্রতিনিধি ফরাজি মো. ইমরান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

Read Entire Article