কলিজার টুকরা দিয়েও স্বামীকে হারালেন, মারা গেলেন স্ত্রীও

3 hours ago 3

ভারতের পুনেতে এক অদ্ভুত ও দুঃখজনক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন পুনের বাসিন্দা বাপু কোমকার। তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী কামিনী কোমকার নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন। তবে লিভার প্রতিস্থাপনের পর দুজনেই মারা গেছেন। 

অস্ত্রোপচার ১৫ আগস্ট হয়। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, বাপু কোমকারের শারীরিক অবস্থার জটিলতা অত্যন্ত বেশি ছিল। অস্ত্রোপচারের পর তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং দুদিন পর ১৭ আগস্ট তিনি মারা যান। এরপর ২১ আগস্ট কামিনী সংক্রমণের কারণে মৃত্যুবরণ করেন।

বাপু ও কামিনীর পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার আন্তর্জাতিক চিকিৎসা প্রটোকল অনুযায়ী করা হয়েছিল। হাসপাতাল জানিয়েছে, বাপু কোমকার ঝুঁকিপূর্ণ রোগী ছিলেন এবং একাধিক জটিলতা ছিল। অস্ত্রোপচারের সময় সর্বোচ্চ চেষ্টা করা হলেও কার্ডিওজেনিক শকের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কামিনী কোমকারের শারীরিক অবস্থা অস্ত্রোপচারের পর প্রাথমিকভাবে ভালো থাকলেও পরে সেপটিক শক এবং মাল্টি-অর্গান ডিসফাংশনের কারণে তার মৃত্যু হয়। হাসপাতাল জানিয়েছে, আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং কোমকার পরিবারের পাশে থাকার জন্য পূর্ণ সহায়তা অব্যাহত রাখব।

মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং অস্ত্রোপচারের সব বিস্তারিত তথ্য সোমবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র : এনডিটিভি


 

Read Entire Article