ফেরদৌসী লিমা
সময়টা চলছে কাঁচা আমের মৌসুম। গাছে থোকা থোকা কাঁচা আম দেখলেই জিভে জল এসে পড়ে। গরমের দুপুরে একটু টক খেলে কিন্তু বেশ লাগে। কাঁচা আম দিয়ে বিভিন্ন টকের রেসিপি করা হয়।
তবে মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক করে খেয়েছেন? না খেয়ে থাকলে, সামান্য উপকরণে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন রেসিপিটি-
উপকরণ
১. মাছের ডিম (রুই/কার্প মাছ) ১ কাপ
২. কাঁচা আম ২টি
৩. সাদা সরিষা ১ চা চামচ
৪. কাঁচামরিচ ২টি
৫. পাঁচ ফোড়ন আধা চা চামচ
৬. হলুদের গুঁড়া পরিমাণমতো
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. চিনি স্বাদমতো
৯. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সরিষার সঙ্গে ২টা কাঁচামরিচ নিয়ে অল্প পানি দিয়ে বেটে রাখুন এবং কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটুন।
এরপর মাছের ডিমের সঙ্গে অল্প হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে চটকে নিন। এবার চুলায় কড়াই দিন। কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে চটকে রাখা মাছের ডিমকে ছোট ছোট বড়ার সাইজ করে হালকা করে ভেজে তুলে নিন।
এবার গরম কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করুন। টুকরো করে রাখা কাঁচা আম এবং অল্প হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। এবার পরিমাণমতো পানি দিন।
স্বাদমতো লবণ ও বেটে রাখা সরিষা দিয়ে মিশিয়ে দিন। এরপর পানি অল্প ফুটে উঠলে এর ভেতরে ভেজে রাখা মাছের ডিম এবং সামান্য চিনি দিন। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক।
কেএসকে/এএসএম