কাঁচামালের সংকট দেখিয়ে টেক্সটাইল কারখানায় শ্রমিক ছাঁটাই

2 months ago 42

চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দীঘির মোড়ের টানেল সংযোগ সড়কে অবস্থিত এইচ এস কম্পোজিট টেক্সটাইল কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনজন শ্রমিককে ছাঁটাই করলে এ উত্তেজনার সৃষ্টি হয়।

মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত এই কারখানায় কাঁচামালের সংকট দেখিয়ে এই শ্রমিক ছাঁটাই চলছে বলে কারখানা কর্তৃপক্ষ জানান। তবে কর্তৃপক্ষের দাবি শ্রমিক আইন মেনেই ছাঁটাই করা হচ্ছে।

কারখানা সূত্রে জানা যায়, এইচ এস কম্পোজিট টেক্সটাইল লি. নামের কারখানাটিতে প্রায় ৪৫০ জন শ্রমিক ও কর্মকর্তা রয়েছে। কারখানায় উৎপাদিত দ্রব্যের কাঁচামাল থাইল্যান্ড ও জার্মান থেকে আনা হয়; কিন্তু গত কয়েক মাস থেকে অর্থ সংকটের কারণে কারখানায় কাঁচামাল আনা সম্ভব হচ্ছে না। এতে করে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় কারখানাটি পর্যায়ক্রমে শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাঁটাই করছে। মঙ্গলবার কারখানার ডিটিওআই প্রোডাকশন বিভাগের অপারেটর নুরুল ইসলাম, মো. খালিদ আজিজ ও মোহাম্মদ রাশেদকে ছাঁটাই করা হয়। 

ছাঁটাইকৃত শ্রমিক মো. খালিদ আজিজ বলেন, এক বছর আগে এ কারখানায় প্রোডাকশন বিভাগে যোগদান করি। আজ কারখানায় এলে আমাদের হাতে অব্যাহতিপত্র ধরিয়ে দেয়; কিন্তু আমাদের কোনোপ্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

তবে মানবসম্পদ প্রশাসন কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসাইন বলেন, আমাদের কারখানায় প্রায় সাড়ে চারশ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। কর্তৃপক্ষের অর্থ সংকটের কারণে বহিঃরাষ্ট্র থেকে প্রয়োজনীয় কাঁচামাল আনা সম্ভব হচ্ছে না। তাই শ্রমিক আইন মেনে আমরা পর্যায়ক্রমে শ্রমিক ও কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দিচ্ছি।

গত মাসে ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এ পর্যন্ত ৩৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শ্রমিক আইন মেনে শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে।

Read Entire Article