কাঁঠাল পাড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

2 months ago 8
মানিকগঞ্জের ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে সোভা বেগম (৩৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার নালী ইউনিয়নের নয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোভা বেগম ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী সালাম ও অভিযুক্ত রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। পূর্ব থেকেই তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল ছিড়তে গেলে এ সময় রাকিব এসে ধরন্ত কাঁঠাল গাছ নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ওই গৃহবধূর গলায় আঘাত করলে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধীদের জেরে দেবরের ছুরিকাঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Read Entire Article