কাউকে কনসালট্যান্ট বা উপদেষ্টা নিয়োগ দেয়নি দুদক

2 months ago 10

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে উপদেষ্টা, কনসালট্যান্ট, পরামর্শক ইত্যাদি পরিচয় দেওয়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সম্প্রতি বিভিন্ন ব্যক্তি প্রতারণা ও চাঁদাবাজির উদ্দেশে এসব পরিচয় দিয়ে আসছে বলে কমিশন অভিযোগ পেয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপদেষ্টা/ কনসালট্যান্ট/ পরামর্শক/ সহযোগী/সহকারী পরিচয় দিচ্ছেন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নিয়োগকৃত কোনো উপদেষ্টা/ কনসালট্যান্ট/ পরামর্শক/সহযোগী/সহকারী নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।

প্রসঙ্গত গত ১৮ জুন শেখ আবু মাহদী নামে এক ব্যক্তি দুদকের কনসালট্যান্ট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদাদাবি ও হয়রানির বিষয়ে- ‘কে এই বহুরূপী মাহদী’ শিরোনামে দৈনিক কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এ বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করলে দুদক।

Read Entire Article