‘কাউকে শাস্তি দিতে হলে বলবেন, তুমি সন্দ্বীপ যাও’

3 hours ago 5

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। মানুষকে শাস্তি দিতে চাইলে বলতে পারেন, তুমি সন্দ্বীপ যাও। নারীদের কোমর পানিতে নামতে হয়। মাথার ওপরে মালপত্র নিয়ে নৌযানে উঠতে হয়। 

রোববার (১৯ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। মানুষ বাড়িতে যাওয়া বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা তো অপরাধ না। আমার বাড়িও সন্দ্বীপ, কিন্তু সেটা মূল বিষয় না। উন্নয়ন সব ঢাকা কিংবা বড় শহরে হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে।

দ্বীপ জেলা ভোলাতে সেতু বানানোর চিন্তা আছে জানিয়ে ড. ফাওজুল কবির বলেন, আমরা অন্য যেসব বিচ্ছিন্ন জেলা যেমন- ভোলাতে আমরা সেতু নির্মাণের চিন্তা করছি। সন্দ্বীপে ফেরি ব্যবস্থা কতটুকু সফল হয় সেটা দেখে পরবর্তীতে আমরা সড়ক যোগাযোগের দিকে ভাবব। তবে মনে রাখতে হবে সড়ক নির্মাণ খুবই ব্যয়বহুল। এ জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড না হয় তবে সড়কের বিনিয়োগ ঠিক হবে না।

Read Entire Article