কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

2 months ago 32

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপরে উপজেলার মুসা মার্কেটের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ অন্তত ৩০টি দোকানপাট ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ নভেম্বর বুধবার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় থেকে সাবেক সংসদ সদস্য মো. আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদার নেতৃত্বে কাউন্সিল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে লাঠিসোটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসা মার্কেট এলাকায় পৌঁছালে কৃষক দলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকেরা ভবনের ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৫০ জন আহত হয়েছেন।

কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

Read Entire Article