কাকে নিয়ে আবেগী বার্তা দিলেন সালমান খান?
বলিউডের ভাইজান সালমান খান এবার মুগ্ধ এক কিশোরের প্রতিভায়। মাত্র ১৫ বছরের এক গায়ক-গীতিকারের জন্য এক্সে আবেগঘন পোস্ট করলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই গীতিকার ও গায়কের নাম জোনাস কনার। যিনি যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাসিন্দা।
তার বিষয়ে সালমান তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে লিখেছেন, কখনো কোনো ১৫ বছর বয়সীকে তার কষ্টকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখেননি। সালমান তার অনুরাগীদের অনুরোধ করেছেন এমন প্রতিভাকে সমর্থন জানাতে। সেই পোস্টটিতে সালমান একটি ছবিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় জোনাস বাইরে বসে গিটার বাজাচ্ছেন।
পোস্টটির সবশেষে অভিনেতা লেখেন, ‘এমন বাচ্চাদের যদি আমরা সমর্থন না করি, তা হলে আর কী করলাম? ভাই ও বোনেরা, এটা ইংরেজিতে হলেও, আমাদের এখানেও এমন অনেক প্রতিভা আছে। তাদের উৎসাহ দাও, শোষণ করো না।’
সালমানের পোস্টের প্রতিক্রিয়ায় একজন অনুরাগী লিখেছেন, ‘প্রতিভা বয়সের ওপর নির্ভর করে না। পরিস্থিতিই অনেক কিছু শিখিয়ে দেয়। এই ১৫ বছর বয়সী ছেলেটিকে অনেক অভিনন্দন।’
আরেকজন লেখেন, ‘সালমান ভালো বলেছে, এমন একটি বাচ্চাকে উত্সাহ দেওয়া সত্যিই প্রশংসনীয়।”
জানা যায়, জোনাস কনার কান্ট্রি ও ফোক ঘরানার সংমিশ্রণে গান করেন। তার একটা গান গত বছর মুক্তি পায় এবং এক মাসের মধ্যেই ২০ লাখের বেশি স্ট্রিম অর্জন করে। মাত্র ১২ বছর বয়সে জোনাস টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হন। তিনি নিজেই গান লেখেন এবং অনলাইনে শেয়ার করেন। সদ্য ১৬ বছরে পা রাখা জোনাসের বর্তমানে ৩ মিলিয়নের বেশি স্পটিফাই স্ট্রিম এবং ৫২১ হাজার ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭০৭ হাজারের বেশি।