কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন জিইয়ে রাখল বাংলাদেশ
ভারতের রাজগিরে এশিয়া কাপ হকিতে দারুণ জয় পেল বাংলাদেশ। বৃহস্পতিবার কাজাখস্তানের বিপক্ষে লাল-সবুজরা ৫–১ ব্যবধানে জিতে শুধু টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়েও টিকে রইল।
প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। বিরতির আগে রোমান সরকারের গোলে ৩–০তে এগিয়ে যায় লাল-সবুজরা।
বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান করেন তার দ্বিতীয় গোল। পরের মিনিটেই তৈয়ব আলীর ফিল্ড গোল স্কোরলাইন নিয়ে যায় ৫–০ তে। যদিও ৩৭ মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান। তবে তাতে ম্যাচের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত ৫–১ ব্যবধানেই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ।
এই জয়ে এশিয়া কাপে বাংলাদেশ লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। আগামী রোববার বিকেল ৩টায় প্রতিপক্ষ হবে জাপান। সেই ম্যাচে জিততে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেবে জহিরুল ইসলাম রাজনের দল। তবে হেরে গেলে অপেক্ষা করতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের।
কাজাখস্তান অবশ্য এই হারে নেমে যাবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, যেখানে প্রতিপক্ষ হবে চাইনিজ তাইপে।