কাজী জাফর উল্লাহসহ ৬ জনের নামে দুদকের মামলা

3 hours ago 5

এফডিআরে অতিরিক্ত সুদ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহসহ প্রিমিয়ার ব্যাংকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন

রোববার (২ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক শারিকা ইসলাম মামলাটি দায়ের করেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে ব্যাংকের ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ বিষয়ে বলেন, প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ভুয়া নাম ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১০টি এফডিআর হিসাব খুলে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখা হয়েছিল। এ টাকার বিপরীতে নির্ধারিত মেয়াদ শেষে সুদ পাওয়ার কথা ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা। জালিয়াতি করে তারা সুদ নিয়েছেন ৫৬ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা।

মামলার এজাহারে আরও বলা হয়, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্লাহ, প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার শাহেদ সেকেন্দার, সাবেক অপারেশনাল ম্যানেজার এ এম ওমর খসরু, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ আকবর হোসেন, সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ কাজী কাওসার হোসেন এবং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার মঈন উদ্দীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা আত্মসাৎ করেছেন। তারা প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় বেনামি এফডিআর খুলে জালিয়াতি ও হিসেব বিকৃতির মাধ্যমে নির্ধারিত মুনাফার অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এজন্য দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তারা।

এসএম/এএমএ/জেআইএম

Read Entire Article