কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদমজী সুমিলপাড়া মুনলাইট পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  গুরুতর আহত রাজ্জাক ও করিম নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি সূত্রে জানা গেছে, সুমিলপাড়া আদমজী সড়কের পাশে অস্থায়ী একটি ট্রান্সফর্মার লাগানো হয়েছিল। ওই ট্রান্সফর্মারটি পরিবর্তন করে আরেকটি ট্রান্সফর্মার লাগাতে কাজ করছিল সাবঠিকাদার আব্দুর রহমান। ঠিকাদার আব্দুর রহমান জানান, কাজ শুরু করার আগেই কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রান্সফর্মার দুটি তার খোলার পর তৃতীয় তারটি খোলার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে সকালে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। তখন কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ লাইন চালু হয়ে গ

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদমজী সুমিলপাড়া মুনলাইট পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত রাজ্জাক ও করিম নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি সূত্রে জানা গেছে, সুমিলপাড়া আদমজী সড়কের পাশে অস্থায়ী একটি ট্রান্সফর্মার লাগানো হয়েছিল। ওই ট্রান্সফর্মারটি পরিবর্তন করে আরেকটি ট্রান্সফর্মার লাগাতে কাজ করছিল সাবঠিকাদার আব্দুর রহমান।

ঠিকাদার আব্দুর রহমান জানান, কাজ শুরু করার আগেই কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রান্সফর্মার দুটি তার খোলার পর তৃতীয় তারটি খোলার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে সকালে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। তখন কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ লাইন চালু হয়ে গেলে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মধ্যে দুজন নিচে পরে যায় আর নজরুল ইসলাম উপরেই ঝুলে থাকে। সেখানেই তার মৃত্যু হয়। কাজ চলাকালে কীভাবে বিদ্যুৎ চালু হলো তার তদন্ত চলছে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow